আগামীকাল ১৩ মার্চ থেকে আগামী ২৮ মার্চ পর্যন্ত সাপ্তাহিক ছুটি ও বাংলাদেশ সরকার ঘোষিত ছুটিসহ কোর্টের অবকাশ থাকায় ১৫ দিন সুপ্রিম কোর্টের আপীল ও হাইকোর্ট বিভাগের নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।
তবে এসময় উভয় বিভাগের মামলা সংক্রান্ত জরুরী বিষয়াদি শুনানি ও নিষ্পত্তির জন্য অবকাশকালীন বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
অবকাশে হাইকোর্ট বিভাগের জরুরী বিষয়সমূহ শুনানি ও নিষ্পত্তির জন্য ৮টি অবকাশকালীন বেঞ্চ গঠন করা হয়েছে। আর আপীল বিভাগের মামলা সংক্রান্ত জরুরী বিষয়াদি শুনানি ও নিষ্পত্তির জন্য ভ্যাকেশন জজ হিসেবে বিচারপতি নুরুজ্জামানকে মনোনীত করা হয়েছে।