ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দৈনিক মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। এ সময়ের পর তাকে বিচারিক আদালতে জামিন আবেদন করতে নির্দেশ দেন হাইকোর্ট।
সম্পাদক মতিউর রহমান আদালতে হাজির হয়ে জামিন আবেদনের পর আজ বুধবার (১৮ মার্চ) বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
এর আগে, গত ৯ মার্চ আওয়ামী লীগের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মানবজমিন সম্পাদকসহ ৩১ জনের বিরুদ্ধে এ মামলা করেন।
মামলায় অভিযোগ বলা হয়, অভিযুক্তরা বহিষ্কৃত যুব মহিলা লীগ নেতা শামীমা নূর পাপিয়াকে নিয়ে মিথ্যা বানোয়াট-তথ্য সম্বলিত সংবাদ প্রচার করেছেন।