জন্মশতবার্ষিকীতে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বরের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এ সময় তার সঙ্গে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং সুপ্রিম কোর্টের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান জানান, ১৭ মার্চ স্বাধীন বাংলাদেশের স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিনে ধানমন্ডিতে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি। এ সময় তার সঙ্গে আদালতের বিচারপতি ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বর্ণিল সাজে সেজেছে সুপ্রিম কোর্ট
মুজিববর্ষের মূল অনুষ্ঠানকে ঘিরে সোমবার সন্ধ্যার পর থেকেই রাজধানী ঢাকা মহানগরী রঙিন হয়ে উঠে। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোসহ ব্যাংক-বীমা সরকারি দফতর থেকে শুরু করে বিভিন্ন অভিজাত হোটেল, নগরের অলি-গলিতে অবস্থিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর কার্যালয় বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। রাস্তার দু’পাশ ও মোড়ে-মোড়ে শোভিত বিদ্যুৎ-বাল্বের বাহারি রঙয়ের আলোর ঝলকানি। তার সঙ্গে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টকেও বর্ণিল সাজে সাজানো হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) ছিল স্বাধীন বাংলাদেশের স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন। এ দিনটিকে সামনে রেখে চলতি বছরের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত মুজিববর্ষ হিসেবে ঘোষণা করেছে সরকার।
এর আগে, সুপ্রিম কোর্ট ভবনে স্থাপন করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার ঘড়ি। গত ২৬ জানুয়ারি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি ঘড়ি স্থাপন করে।
এ সময় উদযাপন কমিটির সদস্যদের মধ্যে আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান, হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি জেবিএম হাসান, বিচারপতি মো. খসরুজ্জামান এবং বিচারপতি মো. শাহিনুর ইসলাম উপস্থিত ছিলেন।
গত ১৯ জানুয়ারি প্রধান বিচারপতির সভাপতিত্বে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির দ্বিতীয় সভায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ঘড়ি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সে সিদ্ধান্ত অনুযায়ী, মার্চের প্রথম সপ্তাহে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারতের মাধ্যমে জন্মশতবার্ষিকী উদযাপন শুরু করে সুপ্রিম কোর্ট। এ কমিটি একটি স্মরণিকাও প্রকাশ করবে। এরপর এপ্রিলে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আলোচনা সভা এবং পরে অক্টোবরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
এছাড়া বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে কমিটি বছরব্যাপী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে। ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত সুপ্রিম কোর্টে বছরব্যাপী নানা অনুষ্ঠান হবে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের শ্রদ্ধা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলসহ তার কার্যালয়ের অন্য আইন কর্মকর্তারা। মঙ্গলবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে গিয়ে এই শ্রদ্ধা জানানো হয়।
এতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক, ডেপুটি অ্যাটর্নি জেনারেল আনোয়ারা শাহজাহান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসে রুপা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. তাহেরুল ইসলাম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী শাহানারা ইয়াসমিন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সাইফুদ্দিন খালিদ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল গিয়াস উদ্দিন আহমেদ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়,মো. আসাদুজ্জামান মনির উপস্থি ছিলেন।
এ ছাড়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোজাম্মেল হক রানা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির উল্যাহ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমী, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জী বাপ্পি, ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাইনুল হাসান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজা বেগম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মে. গোলাম মোস্তফা তারা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম ফজলুল হক, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এনামুল হক মোল্লা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দু কুমার রায়, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মুশফিকুর রহমান সবুজ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. রেজাউল করিম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারোয়ার হোসেন বাপ্পি ও ডেপুটি অ্যাটর্নি আবু ইয়াহিয়া দুলালসহ সব সহকারী অ্যাটর্নি জেনারেল উপস্থিত ছিলেন।