নাটোরে নদী থেকে বালু উত্তোলন, সেই চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আদালত

মিথ্যা মামলা দায়ের করায় বাদীকে বিশ হাজার টাকা জরিমানা

ভুয়া নিলাম কাগজমূলে সরকারি সম্পত্তি নিজের দাবি করে মিথ্যা মামলা দায়ের করার অভিযোগে বাদীকে বিশ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) পাবনার ঈশ্বরদী সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক এস, এম, শরিয়ত উল্লাহ্ এই রায় প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, সরকারি সম্পত্তি নিজের দাবি করে জনৈক মোঃ আব্দুর রহিম খান আদালতে একটি মামলা দায়ের করেন। সাক্ষ্য প্রমাণ উপস্থাপন এবং যুক্তিতর্ক শুনানি শেষে জমিতে বাদীর কোন মালিকানা প্রমাণিত না হওয়ায় আদালত মামলাটি খারিজ করেন। একই সাথে একটি ভুয়া নিলাম কাগজমূলে মিথ্যা মামলা দায়ের এর অভিযোগে বাদীকে বিশ হাজার টাকা জরিমানা করেন। আদালত জরিমানার টাকা অবিলম্বে চালানযোগে সরকারি কোষাগারে জমা প্রদানের নির্দেশ দেন।