নড়াইলের লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেনকে স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক প্রত্যাহার) দেওয়া হয়েছে। প্রশাসনিক কাজে অবহেলার দায়ে প্রত্যাহারের পর শনিবার (২১ মার্চ) বিকালে তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন এ তথ্য জানান। তিনি জানান, প্রশাসনিক কাজে অবহেলার কারণে ওসি আলমগীরকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। ওই থানায় দায়িত্ব পাওয়ার চার মাসের মধ্যে তাকে বদলি করা হলো।
উল্লেখ্য, ওসি আলমগীর হোসেন ২০১৯ সালের ২৩ নভেম্বর লোহাগড়া থানার ওসি হিসেবে যোগদান করেন।
এর আগে ২০১৯ সালের ১১ নভেম্বর লোহাগড়া থানার তৎকালীন ওসি মোকাররম হোসেনকে অব্যাহতি দিয়ে তাৎক্ষণিক স্টেশন ত্যাগ করতে বলা হয়। যোগদানের পাঁচ মাসের মধ্যে মোকাররম হোসেনকে বদলি করে আলমগীর হোসেনকে লোহাগড়া থানার ওসি করা হয়। আলমগীর হোসেনকেও চার মাসের মধ্যে প্রত্যাহার করা হলো।