দেশজুড়ে করোনাভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি হবে ভারতের সুপ্রিম কোর্টে।
আজ সোমবার (২৩ মার্চ) থেকে এ ভাবে দেশটির সর্বোচ্চ আদালতের দু’টি এজলাসে চলবে শুনানি।
সরকারি সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা জানিয়েছে, সোমবার থেকে বিচারপতিরা মামলার শুনানির জন্য সংশ্লিষ্ট এজলাসেই বসবেন। কিন্তু সওয়াল করার জন্য আইনজীবীদের এজলাসে উপস্থিত হওয়ার প্রয়োজন নেই। পরিবর্তে আইনজীবীরা অন্য কোনও স্থান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সর্বোচ্চ আদালতে সওয়াল করবেন তাঁরা।
করোনা সংক্রমণের জেরে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য এখন শুধুমাত্র জরুরি মামলাগুলির শুনানি হচ্ছে। শুনানির সময় এজলাসে সংশ্লিষ্ট মামলার আইনজীবী ছাড়া অন্যদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানির সিদ্ধান্ত নেওয়া হল।
উল্লেখ্য, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। রবিবার বিকেল পর্যন্ত এই সংখ্যা বেড়ে হয়েছে ৩৬০। এর মধ্যে মৃত্যু হয়েছে ৭ জনের। উদ্ভূত পরিস্থিতিতে দিল্লি-সহ একাধিক রাজ্য লকডাউনের পথে গিয়েছে। সোমবার, ২৩ মার্চ ভোর ৬টা থেকে ৩১ মার্চ মধ্যরাত পর্যন্ত জরুরি পরিষেবা ছাড়া রাজধানীর সমস্ত দোকানপাট, অফিস বন্ধ থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সূত্র- এই সময়