দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন) ২০২০-২১ সেশনের নির্বাচিত নতুন কার্যনির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণ করেছে।
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে সুপ্রিম কোর্ট বারের দক্ষিণ হলে (১ নম্বর) এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে দায়িত্ব গ্রহণ ও দোয়ার আয়োজন করা হয়।
এ সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নতুন কার্যকরী কমিটির নেতারা তাদের দায়িত্ব পালনে সমিতির সব সদস্যের কাছ থেকে সর্বাঙ্গীন সহযোগিতা এবং দেশবাসীর দোয়া কামনা করেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির গঠনতন্ত্রের ১৪ (২) অনুচ্ছেদ অনুযায়ী বর্তমান কার্যকরী কমিটির মেয়াদ ১ এপ্রিল ২০২০ থেকে ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত। তবে করোনাভাইরাসের কারণে সুপ্রিম কোর্টের অনির্ধারিত ছুটি চলমান থাকায় নতুন কমিটি আজ (১৩ এপ্রিল) দায়িত্ব গ্রহণ করল।
কার্যকরী কমিটির সদস্যরা হলেন- এ এম আমিন উদ্দিন- সভাপতি, মোঃ মনিরুজ্জামান- সিনিয়র সহ সভাপতি, মোঃ আব্দুল জব্বার ভূঁইয়া- সহ সভাপতি, মোঃ রুহুল কুদ্দুস কাজল- সম্পাদক, রাগীব রউফ চৌধুরী- কোষাধ্যক্ষ, মোহাম্মদ ইমতিয়াজ ফারুক-সিনিয়র সহ সম্পাদক, মোহাম্মদ বাকির উদ্দিন ভূঁইয়া- সহ সম্পাদক, মিস মার-ই-য়াম খন্দকার- সদস্য, মোঃ হুমাউন কবির- সদস্য, আমিরুল ইসলাম খোকন- সদস্য, মোঃ মোহাদ্দেস- উল-ইসলাম টুটুল- সদস্য, মোহাম্মদ মশিউর রহমান- সদস্য, মোহাম্মদ মহসিন কবির- সদস্য, মোহাম্মদ সাইফ উদ্দিন রতন- সদস্য।
নতুন কমিটি তাদের দায়িত্ব পালনে শতভাগ সততা, স্বচ্ছতা, ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অপরদিকে ১১ এপ্রিল শনিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদ্য সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দেশের সার্বিক করোনা পরিস্থিতির অবনতির কারণে এবং সুপ্রিম কোর্টসহ সারাদেশের সরকারি ও আধা সরকারি অফিসগুলো ছুটি বাড়ানোয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ১৩ এপ্রিলের বার্ষিক সাধারণ সভা পুনরায় স্থগিত করা হলো। সুপ্রিম কোর্ট খোলার পর স্থগিত সাধারণ সভার পরবর্তী তারিখ পুনর্নির্ধারণ করা হবে।’