ফরিদপুর জেলার সদরপুর থানাধীন কৃষ্ণপুর গ্রামে বিলুপ্তপ্রায় প্রজাতির প্রায় ৫০ টি ডাহুক পাখি হত্যার ছবি বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এটা নিয়ে স্থানীয় জন সাধারনসহ পাখি এবং প্রকৃতি নিয়ে কাজ করা বিভিন্ন ব্যক্তি ও সংগঠণ উদ্বেগ প্রকাশ করে এর বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়।
বিষয়টি আদালতের নজরে এলে সংশ্লিষ্ট আমলি আদালতের ম্যাজিস্ট্রেট অরূপ কুমার বসাক স্বপ্রনোদিত হয়ে ঘটনাটি আমলে নিয়ে তদন্তের জন্য ফরিদপুরের বিভাগীয় বন কর্মকর্তাকে নির্দেশ দেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত উক্ত সংবাদটি সঠিক হালে তা একদিকে যেমন গর্হিত কাজ তেমনি “বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২” এর ৩৮ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ বলে আদালত তার আদেশে উল্লেখ করেন।
বিষয়টি যতদ্রুত সম্ভব তদন্ত করে আগামি ২৪ জুনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য বিভাগীয় বন কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন। তদন্তকাজে সহযোগিতার জন্য সদরপুর থানার অফিসার ইনচার্জকেও নির্দেশ প্রদান করা হয়।