ঢাকা বার অ্যাসোসিয়েশনের সদস্যদের মধ্যে বার কাউন্সিলের প্রদত্ত অনুদানের অর্থ হস্তান্তরে ফরম বিতরণ ও জমা কার্যক্রম শুরু হয়েছে।
আজ রোববার (২১ জুন) থেকে শুরু হওয়া অর্থ হস্তান্তরের ফরম বিতরণ ও জমা কার্যক্রম চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফরম সংগ্রহ ও জমা প্রদান করা যাবে।
গত বৃহস্পতিবার (১৮ জুন) সমিতির সাধারণ সম্পাদক হোসেন আলী খান হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিষয়টি ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে নিশ্চিত করেছেন ঢাকা আইনজীবী সমিতির অফিস সম্পাদক অ্যাডভোকেট এইচ এম মাসুম।
বিজ্ঞপ্তিতে, বার কাউন্সিল থেকে প্রাপ্ত অনুদান ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের মধ্যে যাদের প্রয়োজন তাদের উদ্দেশ্যে হস্তান্তরের জন্য বার কাউন্সিলের নির্দেশনা অনুযায়ী আর্থিক অনুদান প্রাপ্তির জন্য ঢাকা আইনজীবী সমিতির প্রাঙ্গণে অবস্থিত ওকালতনামা বিক্রয়ের কাউন্টার থেকে আর্থিক অনুদানের জন্য আবেদন ফরম সংগ্রহ করে জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে।