সুপ্রিম কোর্টের আইনজীবী ও এনএলএফ ল’ইয়ার্স সলিডারিটির সদস্য, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ ওসমান গনি মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।
গুলশান সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টার দিকে তিনি মৃত্যু বরণ করেন। প্রায় তিন সপ্তাহ ধরে তিনি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।
তিনি তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মোহাম্মদ ওসমান গনি তোপখানার সিটি ভিউ ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ছিলেন।
মরহুমের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডে ইসলাম বক্স ভূঁইয়া বাড়ি (নতুন বাড়ি বিদ্যানিকেতন)।
মরহুমের গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।
অ্যাডভোকেট মোহাম্মদ ওসমান গনি ১৯৯৩ সালের ২৫ জানুয়ারি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হয়েছিলেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।