হিজাববিরোধী মন্তব্য করার জন্য কানাডার কুইবেকের একজন বিচারক ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি আদালতে একজন মুসলিম নারীর হিজাবকে হেট ও সানগ্লাস পরিধানের সঙ্গে তুলনা করেছিলেন।
২০১৫ সালে রানিয়া এল-আলাউয়ের মামলাটি প্রত্যাখ্যান করেছিলেন বিচারক এলিয়ানা মারেঙ্গো। তিনি তাঁর হিজাব না সরিয়ে তাঁর পরিচালিত গাড়িটি ফিরিয়ে আনতে চেয়েছিলেন।
পরে এ বিষয়ে ‘দ্য কুইবেক কাউন্সিল অব দ্য ম্যাজিস্ট্রেচার’, যাঁরা বিচারকদের শৃঙ্খলা নিয়ে কাজ করেন, তাঁরা ক্ষমাপ্রার্থনার নির্দেশ দেন।
ঘটনার প্রায় ৫ বছর পর বিচারক স্বীকার করেছেন আলাউয়ের হিজাব সরিয়ে ফেলার নির্দেশ দিয়ে এবং তাকে অন্যান্য (হেট ও সানগ্লাস) জিনিসের সঙ্গে তুলনা করে ভুল করেছিলেন।
অন্যদিকে আলাউ বলেছেন, তিনি বিচারকের ক্ষমা প্রার্থনা গ্রহণ করেছেন। কেননা তাঁর ধর্মবিশ্বাস তাঁকে ক্ষমা করতে শেখায়। সূত্র : আনাদুলু এজেন্সি