বাংলাদেশের এটর্নী জেনারেল, সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাবেক নির্বাচিত সম্পাদক ও সভাপতি সিনিয়র এডভোকেট মাহবুবে আলম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতের প্রধান সরকারি কৌঁসুলি (জিপি) এডভোকেট মুহম্মদ নূরুল ইসলাম (৩)।
শোক বার্তায় তিনি বলেন, এডভোকেট মাহবুবে আলমের মৃত্যুতে আইনজীবী সমাজ আজ শোকাহত। তিনি মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির একটি মজবুত স্তম্ভ ছিলেন। তার মৃত্যুতে আমরা একজন মহান অভিভাবককে হারালাম।
শোক বার্তায় তিনি আরও জানান, এডভোকেট মাহবুবে আলমের মতো ত্যাগী ও পরীক্ষিত আইনজীবীর মৃত্যু দেশের আইন অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি। এ ক্ষতি পূরণ হবার নয়। তিনি নিষ্ঠা ও দক্ষতার সাথে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার নীতি ও আদর্শ এ দেশের আইন ইতিহাসে অনুকরণীয় হয়ে থাকবে। পাশাপাশি দেশের আইন অঙ্গনের একজন কৃতি মানুষ হিসেবেও তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। মাহবুবে আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি।