ময়মনসিংহ জেলা কারাগারের ডেপুটি জেলার অলিভা শারমিন

ময়মনসিংহ কারাগারের ডেপুটি জেলার অলিভা শারমিনকে তলব

আদালতের আদেশ অমান্য করায় ময়মনসিংহ জেলা কারাগারের ডেপুটি জেলার অলিভা শারমিনকে তলব করেছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত এক আবেদনের শুনানি শেষে আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিতে হয়ে এ আদেশ দেন।

আগামী ১৪ অক্টোবর তাকে সশরীরে আদালতে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল আব্দুর রাফেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল আলী হায়দার।

জানা গেছে, ফৌজদারি মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত টাঙ্গাইলের কালিহাতির শাহেদ নামের এক আসামি হাইকোর্টে জামিন আবেদন জানান। ওই জামিন আবেদনের শুনানিকালে তিনি কত তারিখ থেকে কারাগারে আছেন, সে বিষয়ে তথ্য জানাতে ময়মনসিংহের কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

এ বিষয়ে জানার জন্য প্রথমে ময়মনসিংহ জেলা কারাগারের জেল সুপার ও ডেপুর্টি জেল সুপারকে ফোন করা হয়। কিন্তু বারবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হলে পরবর্তীতে সেখানকার ডেপুটি জেলার অলিভা শারমিনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়। তখন অলিভা শারমিনকে ১৯৯৯ সালে কারাগারে যাওয়া কয়েদি শাহেদ বর্তমানে কারাগারে আছেন, নাকি জামিন নিয়ে বের হয়ে গেছেন, তা জানতে চাওয়া হয়। কিন্তু অলিভা শারমিন বলেন, ‘আমরা আদালতের আদেশ প্রতিপালন করতে বাধ্য নই।’

আদেশের বিষয়টি নিশ্চিত করে ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল আব্দুর রাফেল গণমাধ্যমকে বলেন, ‘এরপর ডেপুর্টি জেলারের ওই আচরণের বিষয়টি আদালতকে অবহিত করি। তখন আদালত ডেপুর্টি জেলারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে আবেদন করতে বলেন। বৃহস্পতিবার আমরা হাইকোর্টে আদালত অবমাননার আবেদন জমা দেই। সেই আবেদনের শুনানি নিয়ে ওই ডেপুটি জেলারের ব্যাখ্যা চেয়ে আগামী ১৪ অক্টোবর তাকে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে হাইকোর্ট আদেশ দিলেন।’