বর্তমান সময়ে আসামীর দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী নিয়ে বেশ আলোচনা চলছে। অতি সম্প্রতি নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে আসা মৃত ব্যক্তির ফিরে আসায় এর আইনগত বৈধতা নিয়ে নানা প্রশ্ন উঠছে।
এ পরিস্থিতিতে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় প্রদত্ত আসামীর জবানবন্দীর নানা আইনগত দিক নিয়ে এক বিশেষ সেমিনারের আয়োজন করেছে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি। আগামীকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকাল ৪টায় সমিতির অডিটরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হবে।
সেমিনারে প্রধান অতিথি ও মূখ্য আলোচক থাকবেন সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ হাসান আরিফ। বিশেষ অতিথি থাকবেন ফৌজদারী আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট এস এম শাহজাহান।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের পরিচালনায় সেমিনারে সভাপতিত্ব করবেন সমিতির সভাপতি সিনিয়র অ্যাডভোকেট ও অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন।
সমিতির পক্ষে থেকে সুপ্রীম কোর্টের সকল আইনজীবীকে সেমিনারে যোগদানের জন্য অনুরোধ করা হয়েছে।