দেওয়ানি আদালতে বিচারাধীন বিষয় নিয়ে হস্তক্ষেপ করায় আদালতের শোকজের প্রেক্ষিতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন বরগুনার পরিদর্শক মোঃ হারুন অর রশিদ।
জেলার আমতলী উপজেলার সহকারী জজ আরিফুর রহমানের আদালতে সোমবার (৯ নভেম্বর) ওই পুলিশ কর্মকর্তা উপস্থিত হয়ে ক্ষমা প্রার্থনা করলে তাঁকে সতর্ক করে ক্ষমা করে দেন আদালত।
আদালতসূত্রে জানা যায়, দেওয়ানি আদালতে বিচারাধীন বিরোধ নিয়ে হস্তক্ষেপ করায় গত ২৮ অক্টোবর বরগুনার গোয়েন্দা বিভাগের পরিদর্শক মোঃ হারুন অর রশিদকে শোকজ ও তলবের আদেশ দেন আমতলীর সহকারী জজ আরিফুর রহমান।
সেই শোকজের প্রেক্ষিতে ওই পুলিশ কর্মকর্তা আদালতে উপস্থিত হয়ে জানান, বিষয়টিতে যে দেওয়ানি আদালতের স্থগিতাদেশ ছিল, সেটা তিনি জানতেন না। পুলিশ সুপারের আদেশক্রমে তিনি বিরোধটি সুরাহা করার দায়িত্ব নিয়েছিলেন বলে জানান। আদালতে বিচারাধীন বিষয়ে হস্তক্ষেপ করায় তিনি নিজের ও পুলিশ সুপারের তরফে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।
আদালত তার ক্ষমাপ্রার্থনা গ্রহণ করে পুলিশ সুপার ও তাঁকে সতর্ক করে দিয়ে বিষয়টির নিষ্পত্তি করেন। আদেশের কপি পুলিশ সুপার বরাবর প্রেরণের নির্দেশও দেন আদালত।