বিতর্কিত একটি রায় দেওয়ার কারণে সৌদি আরবে দুই বিচারককে বরখাস্ত করা হয়েছে। ওই দুই বিচারকের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা দাড়ি কামানো ও ধূমপান নিষিদ্ধ করে রায় দিয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, বিতর্কিত রায় দেওয়ায় দুই বিচারককে বরখাস্ত করেছে সৌদি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল।
বরখাস্ত হওয়া দুই বিচারকের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, তাঁরা রায়ে ইসলামকে উদ্ধৃত করেছেন। পুরুষের জন্য দাড়ি শেভ করা এবং ধূপান করা নিষেধ, রায়ে এমন কথা উল্লেখ করেছেন তাঁরা।
অভিযোগের কারণ সম্পর্কে সৌদি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল জানায়, আদালতের রায় একটি প্রাতিষ্ঠানিক কাজ। এতে ব্যক্তিগত মতামত রাখার কোনো জায়গা নেই। ব্যক্তির ইচ্ছা অনুযায়ী রায়ে এসব উল্লেখ করার সুযোগ নেই বলে মনে করছে দেশটি।
বরখাস্ত করার আদেশে বিচারকের এমন মূল্যায়নকে বিতর্কিত বলেও উল্লেখ করা হয়। জানা গেছে, এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই দুই বিচারকের বিরুদ্ধে তদন্ত চলছে।