সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালনায় অবকাশকালীন বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। অবকাশকালীন সময়ে আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ভার্চুয়াল পদ্ধতিতে বিচারকাজ পরিচালনা করবেন
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপিল বিভাগের রেজিস্ট্রার বদরুল আলম ভূঞা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সাপ্তাহিক ও সরকার ঘোষিত ছুটিসহ কোর্টের অবকাশকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মামলা সক্রান্ত জরুরী বিষয়াদি নিষ্পত্তির জন্য তথ্য প্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে ভ্যাকেশন জজ হিসেবে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে মনোনীত করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আগামী ২৩ ও ৩০ ডিসেম্বর ভার্চুয়াল পদ্ধতিতে সকাল ১১টা থেকে চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।