তাপসের বিরুদ্ধে খোকনের মিথ্যাচারের প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন
তাপসের বিরুদ্ধে খোকনের মিথ্যাচারের প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন

তাপসের বিরুদ্ধে খোকনের মিথ্যাচারের প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে সাবেক মেয়র সাঈদ খোকনের অপপ্রচার ও অসৌজন্যমূলক বক্তব্য ও মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে আইনজীবী

আজ রোববার (১০ জানুয়ারি) সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে সাধারণ আইনজীবীরা এ মানববন্ধন করেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদীর নেতৃত্বে সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু, অ্যাডভোকেট আহজার উল্লাহ্‌ ভূঁইয়াসহ সর্বোচ্চ আদালতে আইন পেশায় নিয়োজিত শতাধিক সাধারণ আইনজীবী মানববন্ধনে উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সফল মেয়র, বঙ্গবন্ধু পরিবারের উজ্জ্বল নক্ষত্র, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব, সিনিয়র এডভোকেট ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সম্পর্কে সাবেক মেয়র সাঈদ খোকন এর অসত্য ও বিভ্রান্তিমূলক বক্তব্য প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সাঈদ খোকনকে ক্ষমাপ্রার্থনা করে বিবৃতি প্রদানের আহবান জানান।