ঢাকা জেলার পাবলিক প্রসিকিউটর ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার আব্দুল মান্নানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
শোক বার্তায় প্রধান বিচারপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।
এদিকে তাঁর মৃত্যুতে ঢাকার নিম্ন আদালতের কার্যক্রম আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সারাদিনের জন্য মুলতবি করা হয়েছে। ঢাকা মহানগর দায়রা আদালত, ঢাকার জেলা ও দায়রা জজ আদালত এবং ঢাকার চিফ মেট্রোপলিটন (সিএমএম) ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের বিচার কার্যক্রম এ বন্ধের আওতায় থাকছে।
উল্লেখ্য, গতকাল বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে স্কয়ার হাসপাতালে মারা যান খন্দকার আব্দুল মান্নান। তিনি করোনায় আক্রান্ত ছিলেন। পরে করোনার রিপোর্ট নেগেটিভ এলেও করোনা পরবর্তী জটিলতার কারণে তার মৃত্যু হয়।
সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক হোসেন আলী খান হাসান।