স্ত্রীর দেনমোহর ও ভরণপোষণ না দেয়ায় স্বামীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন শরীয়তপুরের একটি পারিবারিক আদালত।
ডামুড্যা পারিবারিক আদালতের (অতিরিক্ত দায়িত্ব) বিচারক ইফতি হাসান ইমরান গত ১৩ জানুয়ারি এই আদেশ দেন।
আদেশে আদালত অভিযুক্ত মো. জুয়েল খানের প্রতি গ্রেপ্তারী পরোয়ানা ইস্যু করেন।
আদালতসূত্রে জানা যায়, এই আদালত পারিবারিক ১৪/২০১৫ নং মোকদ্দমায় বিবাদী নড়িয়া উপজেলার বিঝারী নিবাসী মো. জুয়েল খানকে স্ত্রী নিপা আক্তারের বকেয়া দেনমোহর ও ভরণপোষণ বাবদ ৩২৭৫০০/- টাকা এবং ভবিষ্যৎ ভরণপোষণ বাবদ প্রতি মাসে ৬০০০/- টাকা প্রদানের নির্দেশ দেন।
কিন্তু দায়িক বিবাদী মো. কামাল হোসেন আদালতের নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ না করায় স্ত্রী নিপা আক্তার দায়িকের বিরুদ্ধে পারিবারিক জারী ০২/২০২০ নং মোকদ্দমা দায়ের করেন।
ডামুড্যা পারিবারিক আদালতের বেঞ্চ সহকারী মো. মুজাম্মেল হক ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বিজ্ঞ বিচারক ইফতি হাসান ইমরান প্রথমে দায়িকের সম্পত্তি ক্রোকের জন্য ক্রোকী পরোয়ানা (Levy Warrant) ইস্যু করে ডামুড্যা থানার ওসিকে দায়িকের সম্পত্তি ক্রোক করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু থানা দায়িকের কোনো স্থাবর সম্পত্তি পায়নি মর্মে প্রতিবেদন দেওয়ায় আদালত দায়িককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।