প্রায় ৩০ কোটি টাকা দুর্নীতির মামলার এক আসামি বিরুদ্ধে আগামী চার মাস দেশের কোনো আদালতে জামিন চাইতে পারবেন না মর্মে আদেশ দিয়েছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত এক আবেদনের শুনানি নিয়ে আজ রোববার (২৪ জানুয়ারি) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।
একাধিকবার জামিনের আবেদনের তথ্য গোপন করায় সাময়িক বরখাস্তকৃত চট্টগ্রাম জিপিও সঞ্চয় (সাধারণ হিসাব) সহকারী পোস্ট মাস্টার নূর মোহাম্মদের বিরুদ্ধে এ আদেশ দিয়েছেন উচ্চ আদালত।
এর আগে, নিজস্ব অডিটে ওই কর্মকর্তার অর্থ আত্মসাতের বিষয় ধরা পড়ায় তাদের থানায় সোপর্দ করে ডাক বিভাগ। পরে ডাক বিভাগের করা জিডি এজহার হিসেবে নিয়ে তাকে গ্রেফতার দেখানো হয়।
ওই মামলায় অধস্তন আদালতে জামিন নামঞ্জুর হলে আসামি হাইকোর্টে আসেন। তথ্য গোপন করে জামিন আবেদন করায় উচ্চ আদালত তার জামিন চাওয়ার ব্যাপারেই নিষেধাজ্ঞা আরোপ করলেন।