অদম্য সাধনা আর দৃঢ় ইচ্ছা শক্তি যদি থাকে তবে কোন বাধাই বাধা নয়। আর এই শাশ্বত সত্য প্রমাণ করেছেন জয়পুরহাটের দুই হাত ছাড়া বিউটি খাতুন।
দুই পায়ে ভর করে পিএসসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় পেয়েছেন সর্বোচ্চ সাফল্য (জিপিএ ফাইভ)। বর্তমানে অধ্যয়নরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে।
অনেক অসম্ভবকেই সম্ভব করা যায় যদি থাকে মনের শক্তি আর অধ্যাবসায়। তা প্রমাণ করেছেন জয়পুরহাটের শিবপুর গ্রামের তরুণী বিউটি খাতুন। দুই হাত না থাকায় জন্মলগ্ন থেকেই দেখেছেন জীবনের কঠিনরূপ।
কিন্তু এগিয়ে যাওয়ার অদম্য ইচ্ছা তাকে নিয়ে গেছে অন্যদের থেকেও অনেক সামনে। দুই পায়ের জোরে পিএসসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্যের পর এইচএসসিতেও পেয়েছেন এ গ্রেড। এরপর ভর্তি হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে।
দুই হাত ছাড়া বিউটি কখনো কারো দয়ার পাত্র হননি। আটদশজনের মতই নিত্যদিনের কাজকর্মও করেন। বিউটি খাতুনের এখন স্বপ্ন বেধেঁছেন উচ্চতর পড়ালেখা শেষে সেবা করবেন দেশ ও দশের।
সূত্র- চ্যানেল টুয়েন্টিফোর