বাংলাদেশ বার কাউন্সিলের সাধারণ নির্বাচনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যদের ভোটাধিকার প্রয়োগ করার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সংস্থাটি।
বার কাউন্সিলের সচিব মোঃ রফিকুল ইসলাম (সিনিয়র জেলা ও দায়রা জজ) স্বাক্ষরিত অতীব জরুরি এই নোটিশ সমিতির নেতৃত্ব দেওয়া সংশ্লিষ্টদের কাছে প্রেরণ করা হয়েছে।
নোটিশে বলা হয়, গত ২১ জানুয়ারি অনুষ্ঠিত বার কাউন্সিল সভার সিদ্ধান্ত মোতাবেক সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যারা মাদার বার (অর্থাৎ যে বারের মাধ্যমে বার কাউন্সিলের যাবতীয় পাওনাদি পরিশোধ করেন) ছাড়াও সুপ্রিম কোর্ট বারের মাধ্যমে বার কাউন্সিলের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
এছাড়া যে সকল আইনজীবী সুপ্রিম কোর্ট বারের মাধ্যমে বার কাউন্সিলের যাবতীয় পাওনাদি পরিশোধ করে থাকেন, তারাও বার কাউন্সিলের পারমিশনপ্রাপ্ত অন্য আইনজীবী সমিতির সদস্য হিসেবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
তবে এক্ষেত্রে আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে বার কাউন্সিল বরাবর লিখিত আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে এক (০১) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও সুপ্রিম কোর্ট বারের পরিচয়পত্রের ফটোকপি প্রেরণ করতে হবে।