দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীদের সংগঠন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে (২০২১-২০২২) আওয়ামী লীগ নেতৃত্বাধীন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেলের) নব নির্বাচিত সদস্যগণ আজ ১৪ মার্চ বিকেলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
সর্বোচ্চ আদালতের আইনজীবীদের এ সংগঠনের কার্যনির্বাহী কমিটির ১৪টি পদের মধ্যে সভাপতি এবং একটি সহ-সভাপতি ও কোষাধ্যক্ষসহ আটটি পদে বিজয়ী হয়েছেন সরকারদলীয় আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেলের) আইনজীবীরা।
সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মুহাম্মদ শফিক উল্ল্যা, কোষাধ্যক্ষ পদে ড. মো. ইকবাল করিম, সহ-সম্পাদক পদে সাফায়েত সুলতানা রুমি, সদস্য পদে- মাহফুজুর রহমান রোমান, এ বি এম শিবলী সাদেকীন, মিন্টু কুমার মণ্ডল ও মুনতাসির আহমেদ।
শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী বার কাউন্সিলের সদস্য কাজী রেজাউর রহমান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সাদা প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও সমিতির সাবেক সম্পাদক ডঃ বশির আহমেদ ও সাদা প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোতাহার হোসেন সাজু সহ শাতাধিক আইনজীবী।