জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক হারুন অর রশীদের দুর্নীতি তদন্ত করার জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) ছয় মাস সময় বেঁধে দিয়েছেন হাইকোর্ট। তদন্ত শেষ করে ছয় মাস পর হাইকোর্টে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৫ মার্চ) হাইকোর্টের এক দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নিয়োগ বাণিজ্য, জমি ক্রয়ে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এসব অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তার বিরুদ্ধে বাড়ি কেনাসহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়মের ব্যাপারে খোদ সরকারি অডিট দল আপত্তি তুলেছে। এর মধ্যে ধানমন্ডিতে একটি বাড়ির ভেতরের রাস্তা দুবার কেনার অভিযোগও আছে। বিষয়টি ইউজিসি তদন্ত করছে।