রাজধানীর রামপুরার পশ্চিম উলনের একটি বাসায় জাল নোট তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাতে জাল নোটের কারখানায় অভিযান চালিয়ে জাল নোট তৈরির যন্ত্র, বিপুল সরঞ্জামসহ প্রায় ২৩ লাখ টাকার জালনোট উদ্ধার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মলয় মণ্ডল (৩৬) ও জনি ডি কস্তা (৩২) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবির ওয়ারী বিভাগের উপকমিশনার মো. আ. আহাদ আজ বুধবার বলেন, গতকাল রাতে গোপন খবরের ভিত্তিতে ১১২ পশ্চিম উলনের পঞ্চম তলার একটি বাসায় অভিযান চালিয়ে জাল নোট তৈরির সময় চক্রের মূল হোতা মলয় মণ্ডল ও তাঁর সহযোগী জনিকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ২২ লাখ ২৫ হাজার টাকা জাল নোট উদ্ধার করা হয়েছে।
এ সময় জাল নোটের কারবারি পালিয়ে যান। মলয় ও জনির বিরুদ্ধে হাতিরঝিল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। তাঁদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সূত্র : প্রথম আলো