বিশিষ্ট লেখিকা, সমাজসেবিকা ও শিক্ষাবিদ, বাংলাদেশের কিংবদন্তি উদ্যোক্তা ও আধুনিক হামদর্দ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার সহধর্মিণী প্রফেসর কামরুন নাহার পলিন সম্পাদিত নতুন গ্রন্থ ‘বঙ্গবন্ধু: দ্য ফাদার অব দ্য ন্যাশন’ এর মোড়ক উন্মোচিত হলো । এর আগেও বঙ্গবন্ধুকে নিয়ে একাধিক বই প্রকাশিত হয়েছে। তবে প্রফেসর কামরুন নাহার সম্পাদিত ‘বঙ্গবন্ধু’ গ্রন্থটির মতো গ্রন্থ আগে প্রকাশিত হয়নি বলে জানিয়েছেন কবি মুহাম্মদ নুরুল হুদা।
১১ এপ্রিল (রবিবার) বইমেলা প্রাঙ্গণে বইটির মোড়ক উন্মোচন করেন জাতিসত্তার কবি মুহাম্মদ নুরুল হুদা সহ জাতীয় কবিতা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক কবি আসলাম সানী।
গ্রন্থটিতে বিশেষভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানাসহ বাংলাদেশ ও ভারতের প্রখ্যাত লেখকদের বিশ্লেষণধর্মী লেখা উপযুক্ত আঙ্গিকে ঠাই পেয়েছে।
এ প্রসঙ্গে কবি মুহাম্মদ নুরুল হুদা বলেন, বাংলা সাহিত্যে বইটি মাইলফলক হয়ে থাকবে। বঙ্গবন্ধুকে নিয়ে এ রকম গ্রন্থ আগে প্রকাশিত কখনো প্রকাশিত হয়নি। এছাড়াও জনপ্রিয় ছড়াকার ও কবি আসলাম সানি বলেন, প্রফেসর কামরুন নাহার পলিন বইটির জন্য দিনরাত পরিশ্রম করেছেন। তার দীর্ঘদিনের কঠোর পরিশ্রম ও সুনির্বাচিত সম্পাদনায় এটি পরিণত হয়েছে অমূল্য সম্পদে।
বাংলাদেশের একজন সুপরিচিত লেখিকা প্রফেসর কামরুন নাহার পলিন। লেখালেখির পাশাপাশি তিনি দীর্ঘদিন যাবত মহান পেশা অধ্যাপনায় নিজেকে নিয়োজিত রেখেছেন। এছাড়া তিনি ব্যক্তিগত ও সামাজিকভাবে বিভিন্ন সময় বিভিন্ন সমাজসেবা মূলক কাজের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ান। তিনি ভালবাসেন বাংলাদেশকে সুখী ও সমৃদ্ধশালী একটি দেশ হিসাবে দেখতে। এই মেধাবী লেখিকা পাঠকের ভালোবাসা ও দেশের মানুষের চেতনার খোরাক যোগাতে আমৃত্যু লিখে যাওয়ারও প্রত্যাশা করেন।