করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারঘোষিত কঠোর লকডাউন অমান্য করে দোকানপাট খোলা রাখা ও স্বাস্থ্যবিধি না মানায় ছাগলনাইয়ায় ২১ জনকে ১০ হাজার ৭০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোমায়রা ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হোমায়রা ইসলাম জানান, এছাড়া সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে ছাগলনাইয়ার জিরোপয়েন্ট, বাংলাবাজার, পাঠান নগর রাস্তার মাথা, পাঠানগর বাজারে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ব্যতীত অন্য দোকান খোলা রাখা ও মাস্ক না পরায় ২১ ব্যক্তির জরিমানা করা হয়েছে। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।