চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন চিটাগাং ইউনিভার্সিটি এক্স-ল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (চুয়েলসা) নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আজিজুল হক ও সাধারণ সম্পাদক হিসেবে ব্যারিস্টার ওসমান চৌধুরী মনোনীত হয়েছেন।
১১ জুন (শুক্রবার) দুপুর ১২টায় চুলসার প্রধান নির্বাচন কমিশনার এনএম মুর্শেদ খান, ফখরুদ্দীন জাবেদ, মোনতাসির আহম্মেদ আগামী ১ বছরের জন্য ৭৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।
কমিটির সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি প্রফেসর ড. মনিরুল আজম,মো. ইসমাইল হোসেন আমিন,আলমগীর মোহাম্মদ ফারুকী,লায়লা নুর,সাইফুল আবেদীন, যুগ্ম সাধারণত সম্পাদক মো. তৌহিদুল আলম, রাহাত উদ্দিন ইসমাত, আজিম সিদ্দীকী, মো. নাছির উদিন, রুবেল পাল।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে জুবাঈদা সারওয়ার নিপা, সহকারী সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম, শেখ মোহাম্মদ গিয়াস উদ্দিন, মো. ফখরুল ইসলাম, মো. ইরফানুর রহমান, মো. মনিরুজ্জামান সোহান, অর্থ সম্পাদক মো. হাসান মুরাদ, সহকারী অর্থ সম্পাদক আল ইমরান ইমু, অফিস সম্পাদক জুবুন নাহার লিনা, সহকারী অফিস সম্পাদক মো. নাজিম উদ্দিন চৌধুরী সবুজ, সমাজসেবা সম্পাদক হাসান মুহাম্মদ চৌধুরী, সহকারী সমাজসেবা সম্পাদক তৌফিকুল ইসলাম, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক শাহরিয়ার তানিম, সহকারী ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক শোয়েব সিকদার, আইটি এবং ওয়েবসাইট সম্পাদক মো. আসাদুর জামান, সহকারী আইটি এবং ওয়েবসাইট সম্পাদক শাফায়েত আহম্মেদ, কমিউনিকেশন সম্পাদক মাহদী হাসান, সহকারী কমিউনিকেশন সম্পাদক ইমরান হোসাইন, সাংস্কৃতিক বিষয় সম্পাদক ইফতেখার আশরাফ জুয়েল, সহকারী সাংস্কৃতিক সম্পাদক সিদরাতুল মুনতানা তৃণা, সদস্যসচিব মাহতাব উদ্দিন চৌধুরী, সহকারী সদস্যসচিব মোহাম্মদ আজমুর হুদা, প্রকাশনা সম্পাদক হানিফ জুয়েল, সহকারী প্রকাশনা সম্পাদক ফরহাদ আহম্মেদ তপু।
এ ছাড়া সদস্য হিসেবে সাজেদা আমিন চৌধুরী, মোহাম্মাদ শফি, মোহাম্মদ শাহজাহান, হ্লা থোয়াই মারমা, ব্যারিস্টার ফারহানা সিরাজ রনি, মোহাম্মদ হোসেন, উম্মে হাবিবা শারমিন, মোহাম্মদ মোরশেদুল করিম, বদিউল আলম পাভেল, জসিম উদ্দিন, মোহাম্মদ কফিল উদ্দিন, এরফান উল্লাহ, সানজিদা শারমিন সুমি, মোহাম্মদ মোসলেহ উদ্দিন মানু, উম্মে সালমা সনেট, হেলাল বিন মনজুর তামিম, রুপম তালুকদার, তাহসিন ইফতেখার, মোহাম্মদ মহসিন, মো. ফরহাদ হাসান, গোলাম কাদের আলী আরমান, জাকের আহমেদ, মোজাম্মেল আলী চৌধুরী জামশেদ, মো. দিদার ই আলম, তুষার মহাজন, আহমেদ মঈনুল ইমরান, মো. মাহফুজুল মনির চৌধুরী,এইচ এম আকবর আজীজ, তোফাজ্জল হোসাইন তপু, মোহাম্মদ শাহীদুল আলম, মোহাম্মদ শফিকুল ইসলাম, মো. জামশেদ আলম, রিদুয়ানুল হক শাকিল, খাদিজাতুল কুবরা, শিবজি চৌধুরী, রেজাউল করিম, নাসরিন সুলতানা, হারুনুর রশীদ রুবেল, কানিসুল ইসলাম চৌধুরী রাহাত, জাহেদুল ইসলাম, সৌরভ পাল, শাহীন চৌধুরী, সাখাওয়াত সাজ্জাত সেজান মনোনিত হয়েছেন।
প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি চবি আইন বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন শিক্ষামূলক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। ২০২১ সালে সংগঠনটি ফান্ড গঠন করে প্রায় ৩৫ জন গরীব শিক্ষার্থীকে সহযোগিতা করে।