গত ০৯ জুন (বুধবার) বেলা ২টায় ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতিতে দুইজন আইনজীবীর চেম্বারে অনুমতিবিহীন প্রবেশ করে মাস্ক না পরার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদণ্ড আদায়ের ঘটনা ঘটে। পরবর্তীতে ঘটনাটি জানাজানি হলে ময়মনসিংহ জেলা আইনজীবীদের মাঝে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়।
ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নির্বাহী সদস্য অ্যাডভোকেট মাহবুব আলম মামুন এই বিষয়ে ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম নিশ্চিত করেন।
এই সময়ে তিনি আরও জানান, এই ঘটনার পরিপ্রেক্ষিতে ১৩ জুন (রবিবার) দুপুরে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতৃবৃন্দের সাথে কার্যকরী পরিষদের মতবিনিময় সভা শেষে ৩টায় কার্যকরী পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় আইনজীবীর চেম্বারে অনুমতিবিহীন প্রবেশ করে এখতিয়ার বহির্ভূত ও বেআইনীভাবে দুইজন আইনজীবীকে অর্থদণ্ড আরোপ করার দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ নিকহাত আরাকে ৭দিনের মধ্যে ময়মনসিংহ থেকে প্রত্যাহারের আল্টিমেটাম দিয়ে সিদ্ধান্ত গৃহীত হয় । অন্যথায় ৭দিন পর বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে বলেও জানানো হয় উক্ত মতবিনিময় সভায়।