বিমানের সাবেক ১৭ সিবিএ নেতার দুর্নীতি, হাইকোর্টের নথি তলব
ফাইল-ছবি

লকডাউনে হাইকোর্টে বেঞ্চ পুনর্গঠন

করোনা ভাইরাসের সংক্রমণ রোধকল্পে ইতোপূর্বে গঠিত হাইকোর্ট বিভাগের অন্যান্য সকল বেঞ্চ এর কার্যক্রম স্থগিত করে শারীরিক উপস্থিতি ব্যতিরকে আগামী ১ জুলাই থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত আদালত শুধুমাত্র ভার্চুয়াল উপস্থিতিতে হাইকোর্টের বিচারকাজ চলবে।

বুধবার (৩০ জুন) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশনা অনুসারে বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে।

এর ফলে আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) থেকে শুরু হতে যাওয়া কঠোর লকডাউনের মাঝে হাইকোর্ট বিভাগে বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বে রিট মোশন ও দেওয়ানী মোশন আবেদন গ্রহন করেবেন; বিচারপতি জে,বি,এম হাসানের নেতৃত্বে ফৌজদারি মোশন আবেদন এবং বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের নেতৃত্বে কোম্পানি আইন সংক্রান্ত মামলার ভার্চুয়াল শুনানি অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, বিধি অনুসারে মামলা পরিচালনার এখতিয়ার পরিবর্তনের মাধ্যমে বিচারকদের বিচারিক ক্ষমতা প্রদান ও বেঞ্চ গঠন করা হয়। মামলা জট নিরসনসহ বিভিন্ন কারণে প্রধান বিচারপতি অন্যান্য বিচারপতিদের মাঝে এরূপ এখতিয়ার পরিবর্তন বা বেঞ্চ পুনর্গঠনের নির্দেশ দিয়ে থাকেন।