বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা দিতে স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে কথা বলতে বলেছেন হাইকোর্ট। অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বা সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাসকে স্বাস্থ্য অধিদফতরে যোগাযোগ করতে বলা হয়েছে।
রোববার (৪ জুলাই) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের ভার্চুয়াল বেঞ্চ এ কথা বলেন।
লেখাপড়ার উদ্দেশে বিদেশগামী শিক্ষার্থীদের করোনা টিকার ব্যবস্থা করতে আদালতের কাছে আর্জি জানান আইনজীবী এসকে জাহাঙ্গীর আলম।
এ সময় আদালত রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে বলেন, বিদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে অনেক ছাত্রই টাকা দিয়ে ভর্তি হয়ে গেছে। আগস্ট-সেপ্টেম্বর থেকে তাদের সেশন শুরু হয়ে যাবে।
এসব শিক্ষার্থীর কীভাবে টিকার ব্যবস্থা করা যায় অ্যাটর্নি জেনারেলকে এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতরে কথা বলতে বলেন। তখন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, আমি আজই এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতরে কথা বলব।
এ সময় আইনজীবী জাহাঙ্গীর আলমকে শিক্ষার উদ্দেশে বিদেশগামী শিক্ষার্থীদের টিকার ব্যবস্থা করতে স্বাস্থ্য অধিদফতরে একটি আবেদনও করতে বলেন আদালত।