বাংলাদেশ সু্প্রিম কোর্ট আইনজীবী সমিতির উদ্যোগে সমিতি প্রাঙ্গনে স্থাপিত ১৫ দিনব্যাপী কোভিড-১৯ টিকা কেন্দ্র থেকে আগামীকাল সোমবার পর্যন্ত ১ম ডোজের টিকা গ্রহণ করা যাবে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস কাজল এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বিজ্ঞ আইনজীবীগণের পাশাপাশি ২৫ বছরের উপরে তাদের পরিবারের যে কোন সদস্য, ক্লার্ক, স্টাফ, ড্রাইভার, গৃহকর্মি, এমনকি এদের পরিবারের অন্য সদস্যরাও টিকা নিতে পারবেন। সকলকে জাতীয় পরিচয় পত্রসহ উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
এই বুথ থেকে তাৎক্ষণিক রেজিস্ট্রেশন ও টিকা গ্রহণ করা যাচ্ছে। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত টিকা গ্রহণের কার্যক্রম চলমান থাকবে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক আরও জানান, ২৬ শে সেপ্টেম্বর থেকে ২য় ডোজের টিকার জন্য টিকা কেন্দ্র পুনরায় চালু করা হবে।