রকেটের গতিতে মামলা তদন্ত : পুলিশ কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ
হাইকোর্ট

কপিরাইট আইনের চারটি ধারা কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল

প্রণেতার জীবনকালে প্রকাশিত কোনো সাহিত্য, নাট্য, সংগীত বা শিল্পকর্মের (ফটোগ্রাফ ব্যতীত) কপিরাইট তাঁর মৃত্যুর পর ৬০ বছর পর্যন্ত বিদ্যমান থাকবে—এমন বিধানসহ কপিরাইট আইনের চারটি ধারা কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।

এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।

ওই আইনের ২৪, ২৫, ২৬ ও ২৭ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে গত ৭ জুন প্রয়াত চিত্রনায়ক মান্নার স্ত্রী শেলী কাদের রিটটি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান ও নাজিরুল আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

পরে নাজিরুল আলম গণমাধ্যমকে বলেন, বিধান অনুসারে সংশ্লিষ্ট প্রণেতার মৃত্যুর ৬০ বছর পর তাঁর তৈরি করা সাহিত্য, নাট্য, সংগীত বা শিল্পকর্মের স্বত্ব সবার জন্য উন্মুক্ত হয়ে যাচ্ছে। এর অপব্যবহারের মাধ্যমে সর্বস্বত্ব অন্যত্র স্থানান্তর হচ্ছে। যে কারণে স্বত্বের নির্মাতা ও তাঁর পরবর্তী উত্তরাধিকার স্বত্বের মাধ্যমে অর্জিত আয় থেকে বঞ্চিত হচ্ছেন।

যে কারণে ওই চারটি ধারা চ্যালেঞ্জ করে রিটটি করা হলে আদালত ওই রুল দেন।

আইনসচিবসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।