করোনা আক্রান্ত হয়ে হাসাপাতালে ৪২ দিন চিকিৎসা নেওয়ার পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বাসায় ফিরেছেন।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে হাসপাতাল থেকে তিনি বাসায় ফিরেছেন।
গত ১৭ আগস্ট করোনা আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খন্দকার মাহবুব হোসেন। এর মধ্যে অবস্থার অবনতি হওয়ায় গত ৮ সেপ্টেম্বর তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। পরে উন্নতি হওয়ায় কেবিনে স্থানান্তর করা হয়।
খন্দকার মাহবুব হোসেন ২০০৮ সালে বিএনপিতে যোগ দেন। ২০০৯ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। ২০১৬ সালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে ভাইস চেয়ারম্যান পদ পান। তার পৈত্রিক বাড়ি বরগুনা জেলার বামনা উপজেলায়।