ইভানার মৃত্যু: জড়িতদের বিচারের মুখোমুখি করার দাবি সহপাঠী-সহকর্মী ও আইনজীবীদের

রাজধানীর স্কলাসটিকা স্কুলের ক্যারিয়ার গাইডেন্স কাউন্সেলর ইভানা লায়লা চৌধুরীর মৃত্যুর ঘটনা তদন্ত করে দোষীদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন সহপাঠী ও সহকর্মীরা।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনের চত্বরে প্রতিবাদ সভায় এ দাবি জানান সহকর্মীরা।

বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার অনিক আর হক, আইনজীবী সমিতির সহ-সম্পাদক ব্যারিস্টার সাফায়েত সুলতানা রুমি, সাবেক সহ-সম্পাদক ব্যারিস্টার ইমতিয়াজ ফারুক, ব্যারিস্টার মুনতাসির আহমেদ, অ্যাডভোকেট জেসমিন সুলতানা, ব্যারিস্টার আসিফ বিন আনোয়ার, ব্যারিস্টার সিফাত মাহমুদ, ব্যারিস্টার আহমেদ নকিব করিম, অ্যাডভোকেট মাসরুফা হোসাইন, ব্যারিস্টার জাকিউল হক, উদীচী শিল্পীগোষ্ঠীর আরিফ নূর প্রমুখ।

প্রতিবাদ সভায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ-সম্পাদক ইমতিয়াজ ফারুক বলেন, ইভানার মৃত্যুর ঘটনার পেছনে কারা জড়িত সেটি সামনে আসুক। সেটাই আমরা চাই। এভাবে যেন আর কোনো ইভানাকে মৃত্যুবরণ করতে না হয় সেজন্য জড়িতদের বিচারের মুখোমুখি করা হোক। আইনজীবী জেসমিন সুলতানা বলেন, ইভানাকে কেন এভাবে জীবন দিতে হলো, কেন তিনি আত্মহত্যা করলেন আমরা এ প্রশ্নের জবাব চাই।

প্রতিবাদ সভায় ইভানার সহপাঠী-সহকর্মী ও আইনজীবীরাও অংশ নেন। এ প্রতিবাদের সঙ্গে উদিচি শিল্পীর সংহতি প্রকাশ করে।

গত ১৫ সেপ্টেম্বর রাজধানীর পরীবাগ থেকে স্কলাসটিকা স্কুলের ক্যারিয়ার গাইডেন্স কাউন্সেলর ইভানা লায়লা চৌধুরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। দুটি ভবনের মাঝখানে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

এ ঘটনায় ইভানার পরিবারের পক্ষ থেকে গত ২৫ সেপ্টেম্বর শাহবাগ থানায় আত্মহত্যায় প্ররোচনায় মামলা দায়ের হয়। মামলা নম্বর ৪১। মামলার অপর আসামি ইমপালস হাসপাতালের চিকিৎসক অধ্যাপক মুজিবুল হক মোল্লা।