সুপ্রিম কোর্ট থেকে মামলার নথি গায়েব হয়ে যাওয়ার ঘটনা শোনা যায় মাঝেমধ্যে। এতে ভোগান্তিতে পড়েন আইনজীবীরা। মামলার ফাইল (নথি) হারিয়ে যাওয়াসহ আইনজীবীদের অন্যান্য সমস্যা নিয়ে নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উত্তর হলে আয়োজিত এক অনুষ্ঠানে শনিবার (১ জানুয়ারি) রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এ কথা বলেন। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ মঞ্জুরুল হক কিছু সমস্যার কথা তুলে ধরেন।
এ প্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেল বলেন, শাহ মঞ্জুরুল হক সমস্যার কথা বলছিলেন, আমি তার সঙ্গে একমত। আমাদের কিছু সমস্যা আছে। যেমন ফাইল পাই না। ফাইল হারিয়ে যায়, সেটা খুঁজে আনতে হয়। আমি আশা করছি রোববার (আজ) প্রধান বিচারপতির (নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী) কাছে আবেদন করবো, এই বিষয়গুলো যেন একটা সিস্টেমে নিয়ে আসেন। এতে ভোগান্তি থেকে রেহাই পাওয়া যায়। ওনাকে (প্রধান বিচারপতি) অনুরোধ করবো। এখান থেকে আমাদের রেহাই দেন।