সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি

রোববার নতুন প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেবে সুপ্রিম কোর্ট বার

নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে স্বাগত অভিবাদন জানাবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

আজ শনিবার (১ জানুয়ারি) সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগামীকাল রোববার (২ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় সুপ্রিম কোর্টের এক নং এজলাসে সমিতির পক্ষ থেকে প্রধান বিচারপতিকে স্বাগত অভিবাদন জানানো হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে সমিতির সকল সদস্যকে উপস্থিত থাকার সবিনয়ে অনুরোধ জানিয়েছেন সমিতির সম্পাদক।

প্রসঙ্গত, বছর শেষ হওয়ার একদিন আগে ৬৭ বছর পূর্ণ হওয়ায় অবসরে গেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। ওই দিনই রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নতুন প্রধান বিচারপতি পদে নিয়োগ দিয়েছেন হাসান ফয়েজ সিদ্দিকীকে। শুক্রবার (৩১ ডিসেম্বর) তিনি দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন। ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর তিনি অবসরে যাবেন।

নিয়োগ পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় বিচারাঙ্গনে অনিয়ম-দুর্নীতি, সমস্যা যা-ই থাকুক, তা নিরসনে দৃঢ় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সেই সাথে বিচার বিভাগকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।