জনস্বার্থে ও দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালকে বিনামূল্যে এন্টিজেন টেস্ট কিট দিয়েছে মানবাধিকার সংগঠন লিগ্যাল এসিসটেন্স টু হেল্পলেস প্রিজনার্স এন্ড পার্সনস (এলএএইচপি)।
বেসরকারি উন্নয়ন সংস্থা এলএএইচপি’র প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে বুধবার (৫ জানুয়ারি) বিকেলে সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট তৌফিকা করিম শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. এবিএম মাকসুদুল আলমের হাতে এক হাজার এন্টিজেন টেস্ট কিট তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডা. মোঃ শাহাদাত হোসেইন এবং অণুজীব বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সামশাদ জাহান সুমু। এলএএইচপি’র পক্ষে উপস্থিত ছিলেন সংস্থার ট্রেজারার ব্যারিস্টার শেখ মো. ইফতেখারুল ইসলাম, মিডিয়া অ্যাডভাইজার সাংবাদিক হিরা তালুকদার এবং সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
জনস্বার্থে ও দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষার নিমিত্তে এন্টিজেন টেস্ট কিট বিতরণ কার্যক্রমের প্রধান উদ্যোক্তা এলএএইচপি’র চেয়ারম্যান অ্যাডভোকেট তৌফিকা করিম এ সময় বলেন, ‘সাম্প্রতিককালে করোনা ভাইরাস (কোভিড-১৯) ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করায়, এলএএইচপি অসহায় কারাবন্দীদের আইন সহায়তা প্রদানের পাশাপাশি মহামারীতে বিপন্ন জনসাধারণের জন্য মানবিক সহায়তা কার্যক্রম চালু করেছে। দেশের ক্রান্তিকালে আইন সহায়তা প্রদান ছাড়াও বহুমুখী সেবামূলক কার্যক্রম আমরা পরিচালনা করে থাকি। এখন যেহেতু করোনার প্রাদুর্ভাব আবারও বাড়তে শুরু করেছে তাই জনস্বার্থে ও দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য এন্টিজেন টেস্ট কিট বিতরণের উদ্যোগ গ্রহণ করেছি। ভবিষ্যতেও জনকল্যাণে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।’
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষে অধ্যক্ষ ডা. এবিএম মাকসুদুল আলম টেস্ট কীট গ্রহণ শেষে এলএএইচপি’র চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘জনকল্যাণে কাজ করছে এলএএইচপি। অসহায় কারাবন্দীদের আইন সহায়তা প্রদানের পাশাপাশি করোনা মহামারীতে নানামুখী সেবামূলক কার্যক্রম সম্পন্ন করেছে- এটা খুবই প্রশংসার দাবীদার।’ মানব কল্যাণে কার্যক্রম পরিচালনার এই ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
উল্লেখ্য, লিগ্যাল এসিসটেন্স টু হেল্পলেস প্রিজনার্স এন্ড পার্সনস (এলএএইচপি) অসহায় কারাবন্দীদের বিনামূল্যে আইন-সহায়তা প্রদানকারী বেসরকারী সংস্থা। সংস্থাটি ঢাকাসহ মোট ২২ (বাইশ) টি জেলায় নিয়োজিত প্যানেল আইনজীবীগণের মাধ্যমে গরীব, দুঃস্থ ও অসহায় বিচারপ্রার্থীদের আইনগত সহায়তা প্রদান করছে। গত ডিসেম্বর, ২০২০ ইং পর্যন্ত হাজারের বেশি অসহায় কারাবন্দিকে জামিনে মুক্ত করেছে এলএএইচপি। এছাড়াও সংস্থাটি অসহায় কারাবন্দীদের মহামারীতে বিপন্ন জনসাধারণের জন্য মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।