আবদুল হামিদ: দণ্ডবিধির ৩৯০ ধারায় দস্যুতা সম্পর্কে বলা হইয়াছে যে, সকল দস্যুতায় হয় চুরি বা বলপূর্বক গ্রহণ করিয়াছে। যদি চুরি করার উদ্দেশ্যে বা চুরি করিতে কিংবা চুরিতে লব্ধ সম্পত্তি বহন বা বহনে উদ্যোগকালে অপরাধকারী এ তদুদ্দেশ্যে স্বেচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তির মৃত্যু ঘটাইবার বা তাহাকে আঘাত দান করে, তাহাকে অবৈধভাবে আটক করে বা করার উদ্যোগ করে কিংবা তাহাকে তাৎক্ষণিক মৃত্যু বা আঘাত তাৎক্ষণিক অবৈধ আটকের ভীতি প্রদর্শন করে বা করার উদ্যোগ করে, তাহা হইলে উক্ত চুরি হইতেছে দস্যুতা। যদি বলপূর্বক গ্রহণকালে অপরাধকারী ব্যক্তি ভীতি প্রদর্শিত ব্যক্তির সম্মুখে উপস্থিত থাকে এবং উক্ত ব্যক্তি বা অপর কোনো ব্যক্তিকে তাৎক্ষণিক মৃত্যু বা তাৎক্ষণিক আঘাত বা তাৎক্ষণিক অবৈধ অপরাধের ভীতি প্রদর্শন, বলপূর্বক গ্রহণ করে এবং অনুরূপভাবে ভীতি প্রদর্শন করিয়া অনুরূপ ভীতি প্রদর্শিত ব্যক্তিকে তৎক্ষণাৎ বলপূর্বক গৃহীত বস্তু সমর্পণ করিতে বাধ্য করে, তাহা হইলে বলপূর্বক গ্রহণ দস্যুতা বলিয়া গণ্য হইবে।
লেখক: জেলা ও দায়রা জজ
(বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত লেখকের আইনকোষ গ্রন্থ অবলম্বনে)