দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলা মেহেরপুরে সাপের ভয় দেখিয়ে বেদেনীদের চাঁদাবাজির ঘটনায় স্বপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছেন আদালত।
গনমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত সংবাদ নজরে এলে আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) মেহেরপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ম আদালতের বিচারক এস. এম. শরিয়ত উল্লাহ্ স্বপ্রণোদিতভাবে মামলা দায়েরের নির্দেশ প্রদান করেন।
এর আগে গতকাল বুধবার (২ ফেব্রুয়ারি) স্থানীয় একটি অনলাইন নিউজ পোর্টালে “মেহেরপুর শহরে বেদেনীদের চাঁদাবাজিতে অত্যাচারে অতিষ্ঠ শহরবাসী” শিরোনামে সংবাদ প্রচারিত হয়।
প্রকাশিত প্রতিবেদন এবং স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ মেহেরপুর শহরের থানা সড়ক, বড়বাজার, কোর্ট মোড় এলাকাসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বেদেনীরা দলবদ্ধ ভাবে সাপের ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করছে। এরা দল বেঁধে মেহেরপুর শহরের উপকণ্ঠে সদর উপজেলার গোপালপুর গ্রামে আস্তানা গেড়েছে বলেও দেখা যায়। সহজ রাস্তায় উপার্জনের পথ হিসেবে এরা চাঁদাবাজিকে পেশা হিসেবে বেছে নিয়েছে। বিপজ্জনক সাপ দেখে ভয়ে সাধারণ মানুষ টাকা দিতে বাধ্য হচ্ছেন। স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী সব জেনেশুনেও কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, সংবাদটি সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের নজরে আসলে তিনি প্রকাশিত সংবাদটিকে এজাহার হিসেবে গণ্য করে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।