শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার, অর্থনীতিবিদ ও অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ টেলিকমের অবসায়ন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে।
আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চে এ আবেদন করা হয়েছে।
গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারী ইউনিয়নের পক্ষে আবেনদটি করেন আইনজীবী ইউসুফ আলী।
জানা গেছে, গ্রামীণ টেলিকমের কাছে শ্রমিকদের আড়াইশ কোটি টাকার বেশি পাওনা রয়েছে। শ্রমিকদের ওই পাওনা টাকার দাবিতে আবেদনে কোম্পানিটির অবসায়ন চাওয়া হয়েছে।
প্রসঙ্গত, শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে গ্রামীণ টেলিকমে অসন্তোষ চলে আসছে। আলোচনা না করেই এক নোটিশে ৯৯ কর্মীকে ছাঁটাই করে গ্রামীণ টেলিকম কর্তৃপক্ষ। এরপর সেই নোটিশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন ২৮ জন কর্মী। পরবর্তীতে ড. ইউনূসকে তলব করেছিলেন হাইকোর্ট। এ ছাড়া শ্রমিকদের পুনর্বহালের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।