ঢাকা আইনজীবী সমিতির গ্রন্থাগারের জন্য নতুন বই কিনতে ২০ লাখ টাকা দিয়েছে সারাদেশে আইনজীবীদের সনদ প্রদান ও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল।
আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সমিতির লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট শারমিন সুলতানা হ্যাপি সমপরিমাণ টাকার চেক সংগ্রহ করেছেন।
এর আগে, গত মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সমপরিমাণ টাকার চেক বার কাউন্সিলের পক্ষ থেকে সমিতিকে পাঠানো হয়। সংস্থার সচিব জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলামের সই করা এক পত্রে এ তথ্য জানা গেছে।
পত্রের তথ্য অনুযায়ী, গত বছরের ৩ নভেম্বর পাঠাগারের জন্য নতুন বই ক্রয়ের নিমিত্তে অনুদান চেয়ে বার কাউন্সিলে আবেদন করে ঢাকা আইনজীবী সমিতি। এরপর গত ১২ ডিসেম্বর বার কাউন্সিলের সভার সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বারের গ্রন্থাগারে নতুন বই ক্রয়ের জন্য ২০ লাখ টাকা অনুদান হিসেবে মঞ্জুর করা হয়। এ প্রেক্ষিতে গত মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সমপরিমাণ টাকার চেক সমিতিকে পাঠানো হয়।