দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ১১টি ভার্চুয়াল বেঞ্চ গঠন করা হয়েছে। তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল পদ্ধতিতে আগামীকাল বুধবার (২ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে এসব বেঞ্চে বিচারকাজ শুরু হবে।
আজ মঙ্গলবার (১ মার্চ) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ২০২২ সালের ৮৫ নং গঠনবিধি অনুযায়ী এসব বেঞ্চ গঠন করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমি এতদ্বারা নির্দেশ করতেছি যে, দেশব্যাপী করোনা ভাইরাস (কোভিড-১৯) -এর সংক্রমণ রোধকল্পে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে আগামী বুদবার (২রা মার্চ) সকাল ১০.৩০ মিনিট হইতে “আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০” এবং অত্র কোর্ট কর্তৃক জারীকৃত “প্র্যাকটিস ডাইরেকশন” অনুসরণ করতঃ তথ্য প্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য এসব বেঞ্চ গঠন করা হইল।’
গঠন করা বেঞ্চ সমূহের তালিকা ও এখতিয়ার সম্পর্কে বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন।