দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালতে সপ্তাহে চারদিন শারীরিক উপস্থিতিতে বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।
আজ বৃহস্পতিবার (৩ মার্চ) সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে জারি করা এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঁঞা স্বক্ষারিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান আগামী রোববার (৬ মার্চ) থেকে সপ্তাহের রবিবার, সোমবার, মঙ্গল্বা ও বুধবার দুপুর আড়াইটা থেকে চেম্বার কোর্টে শারীরিক উপস্থিতিতে আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি শুনানি গ্রহণ করবেন।
প্রসঙ্গত, করোনার ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিজনিত উদ্ভূত পরিস্থিতিতে ১৬ জানুয়ারি থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালতের বিচারিক কার্যক্রম ভার্চুয়াল পদ্ধতিতে পরিচালিত হয়ে আসছিল।