সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২০২৩ মেয়াদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন না অ্যাডভোকেট নাহিদ সুলতানা যূথী।
আজ রোববার (৬ মার্চ) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে দলীয় আনুগত্য প্রকাশ ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের আইনজীবী সংগঠনের বিজয়ের লক্ষ্যে প্রার্থিতা প্রত্যাহার করে নেন তিনি।
প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি অ্যাডভোকেট নাহিদ সুলতানা যূথী নিজেই ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, সুপ্রিম কোর্ট বারের নির্বাচনের ধারায় প্রতিবন্ধকতা না করার প্রয়াসে এবং বিজ্ঞ আইনজীবীবৃন্দের প্রতি শ্রদ্ধা রেখে, দলীয় আনুগত্য প্রকাশ এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের বিজয়ের লক্ষ্যে আমি আমার প্রার্থীতা প্রত্যাহার করেছি।
এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে দলের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথী। সম্পাদক পদের প্রার্থী হিসেবে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ফরম সংগ্রহের পর প্রক্রিয়া মেনে জমা দেওয়া হলেও সেই ফরম দলীয় বোর্ডে উপস্থাপন করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
দাখিল করার পরও মনোনয়ন বোর্ডে জমা না হওয়ার বিষয়ে তিনি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক বরাবর চিঠিও পাঠিয়েছেন। ওই চিঠিতে অ্যাডভোকেট যুথী জানান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২২-২০২৩ সনের বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের পক্ষে সম্পাদক হিসেবে গত ১৩ ফেব্রুয়ারি দলীয় নমিনেশন পত্র কেনেন তিনি। পরে গত ১৬ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র জমা দেন।
চিঠিতে তিনি বলেন, ‘নির্ভরযোগ্য সূত্রে জানতে পারি, আমার জমাকৃত নমিনেশন পেপার, নমিনেশন বোর্ডে দুরভিসন্ধিমূলক ও বিতর্কিতভাবে উপস্থাপন করা হয়নি।’ এ বিষয়টিকে গণতান্ত্রিক পদ্ধতির পরিপন্থী বলে চিঠিতে উল্লেখ করেন তিনি।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক বরাবর পাঠানো চিঠিতে তিনি আরও বলেন, ‘ন্যায়বিচারের স্বার্থে বিষয়টি সুবিবেচনাপূর্বক তদন্ত করে নমিনেশন পদ্ধতি বিতর্কিত না করে গ্রহণযোগ্য করতে কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।’
এরপর গত বৃহস্পতিবার (৩ মার্চ) বার অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন অফিসে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার মনোনয়নপত্র জমা দেন। একইদিন কমিশনের পক্ষ থেকে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে অ্যাডভোকেট নাহিদ সুলতানা ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে বলেন, দলীয় মনোনয়নের স্বচ্ছতা ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা আমাদের দায়িত্ব ও কর্তব্য। আমি সেই প্রয়াসে কাজ করে যাচ্ছি।
উল্লেখ্য, অ্যাডভোকেট নাহিদ সুলতানা যূথী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সহধর্মিণী।
প্রসঙ্গত, ২৩ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২০২৩ সালের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সমিতির গঠনতন্ত্রের ১৪ (১) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচনী তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী আগামী ১৫ ও ১৬ মার্চ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২৩ কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।
তফসিলে ২২ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে মনোনয়ন জমাদান, ৩ মার্চ বিকেল সাড়ে ৫টায় মনোনয়ন বাছাই এবং ৬ মার্চ বিকেল ৫টার মধ্যে মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ঘোষণা করা হয়।
কার্যকরী কমিটির সভাপতি পদে একটি, সহ-সভাপতি পদে দুটি, সম্পাদক পদে একটি, কোষাধ্যক্ষ পদে একটি, সহ-সম্পাদক পদে দুটি এবং কার্যকরী কমিটির সদস্য পদে সাতটি পদসহ সর্বমোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।