এবার প্রচলিত পদ্ধতিতে অধস্তন আদালতের বিচারিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। ফলে আজ সোমবার (৭ মার্চ) থেকে অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালসমূহে শুধুমাত্র শারীরিক উপস্থিতিতে স্বাভাবিক বিচারকাজ পরিচালিত হবে।
প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. বজলুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, সোমবার (৭ মার্চ) থেকে অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালসমূহে শুধুমাত্র শারীরিক উপস্থিতিতে স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হবে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনাক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
স্বাভাবিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে (৩০.৭. ২০২০ তারিখের ১৩ জে, নং) জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী আদালত প্রাঙ্গণ ও এজলাস কক্ষে সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত নির্দেশনা প্রতিপালনের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে দেশব্যাপী করোনা ভাইরাসজনিত রোগের বিস্তার রোধকল্পে দেশের সকল অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে অর্ধেক সংখ্যক সহায়ক কর্মকর্তা-কর্মচারী নিয়ে সকল প্রকার কার্যক্রম পরিচালনা করতে নির্দেশনা জারি করে সুপ্রিম কোর্ট প্রশাসন।
গত ২৪ জানুয়ারি এ নির্দেশনা জারি করা হয়। যাতে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এ নির্দেশনা বলবৎ থাকবে বলে জানানো হয়। পরবর্তীতে ৬ ফেব্রুয়ারি এ সংক্রান্ত পৃথক একটি বিজ্ঞপ্তিতে নির্দেশনার সময়সীমা বর্ধিত করা হয়।