জুরাইনের ঘটনায় আইনজীবীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দাবি
গাইবান্ধা জেলা আইনজীবী সমিতি

সমিতির টাকা আত্মসাতের দায়ে গাইবান্ধা বারের গ্রন্থাগারিক চাকরিচ্যুত

গাইবান্ধা জেলা আইনজীবী সমিতির তহবিলের টাকা আত্মসাতের অভিযোগে বারের গ্রন্থাগারিক (লাইব্রেরিয়ান) মো. আব্দুর রাজ্জাক সরকারকে চাকরিচ্যুত করা হয়েছে।

আজ সোমবার (৭ মার্চ) জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন বাবুল ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

চাকরিচ্যুত মো. আব্দুর রাজ্জাক সরকার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বাসিন্দা। তার পিতার নাম মো. মফিজুল হক সরকার।

এর আগে গতকাল রোববার (৬ মার্চ) আব্দুর রাজ্জাককে চাকরিচ্যুতির বিষয়ে অবগত করে সমিতির পক্ষ থেকে চিঠি পাঠানো হয়।

সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাবু স্বাক্ষরিত চিঠি থেকে জানা গেছে, সমিতির তহবিলের টাকা তসরুপের অভিযোগে মো. আব্দুর রাজ্জাক সরকারকে সাময়িক বরখাস্ত করা হয় এবং এ বিষয়ে কারণ দর্শাতে বলা হয়। এপ্রেক্ষিতে গত ২৮ ফেব্রুয়ারি আব্দুর রাজ্জাক জবাব দাখিল করেন। কিন্তু তার দাখিলকৃত জবাব সন্তোষজনক না হওয়ায় চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়।