শুধু বয়স-শারীরিক অসুস্থতা বিবেচনায় দণ্ডিত আসামিকে জামিন নয় : সুপ্রিম কোর্ট
বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ছবি: জয়দীপ্তা দেব চৌধুরী

মিডিয়া ট্রায়ালের কারণে অসহায় অধস্তন আদালতের বিচারকরা

মিডিয়া ট্রায়াল সাংঘাতিক বিষয় উল্লেখ করে মিডিয়া ট্রায়ালের কারণে অধস্তন আদালতের বিচারকরা অসহায় বলে মন্তব্য করেছেন হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান।

ফেসবুকে মানহানিকর বক্তব্য প্রতিরোধ চেয়ে করা এক রিটের শুনানিতে বৃহস্পতিবার (১০ মার্চ) তিনি এ কথা বলেন। বেঞ্চের অন্য সদস্য বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান।

শুনানির এক পর্যায়ে বিচারপতি মামনুন রহমান বলেন, অনেক বিচারক তাকে এ কথা জানিয়েছেন। এ কারণে অধস্তন আদালতের বিচারকরা রায় দিয়ে দেন যেন হাইকোর্ট বিষয়টি দেখে।

তিনি আরও বলেন, অধস্তন আদালতের রায় আইন অনুসারে না হলে সেটা দেখার দায়িত্ব আমাদের। কিন্তু তাকে ডেকে এনে হেনস্তা করা ঠিক না বলে মনে করি। সংবিধান অনুযায়ী অধস্তন আদালতের অভিভাবক হাইকোর্ট বিভাগ।

এদিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর কনটেন্ট নিয়ন্ত্রণে কী করা যায় সে বিষয়ে একটি কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। এক মাসের মধ্যে কমিটিকে সুপারিশ আকারে রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে।

একইসঙ্গে ফেসবুক নিয়ন্ত্রণে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মুস্তাফিজুর রহমান।

এর আগে, এ বিষয়ে রিট দায়ের করেন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফুর রহমান।