‘জয় বাংলা জাতীয় স্লোগান সুপ্রিম কোর্টের রায় ও পটভূমি’ শীর্ষক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচিত হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।
গ্রন্থটি সম্পাদনা করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. বশির আহমেদ। প্রকাশনা উৎসবে তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ, বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দসহ স্মারক গ্রন্থের সম্পাদক ড. বশির আহমেদ বক্তব্য রাখেন।
স্মারক গ্রন্থে জয় বাংলা জাতীয় স্লোগান সুপ্রিম কোর্টের রায়সহ ৪টি অধ্যায় রয়েছে। স্মারক গ্রন্থে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী রয়েছে।
এছাড়াও বইটিতে দেশ বিদেশের সাংবিধানিক রেফারেন্স ও ল্যান্ড মার্ক জাজমেন্ট সহ ১৬৩ দেশের জাতীয় স্লোগান এর নাম সহ স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও জয় বাংলার ইতিহাস তুলে ধরা হয়েছে
নুতন প্রজন্ম ও গবেষকদের জন্য একটি মূল্যবান দলিল হিসাবে বিবেচিত হবে বলে প্রত্যাশা গ্রন্থটির সম্পাদক ড. বশির আহমেদের।